আমার গ্রামের সরল মেয়েটি ,তুমি  ছিলে বড় একা  ,
ছিলে কত কাছে ,তবু যেন দূরে , হয়নি তো বেশি দেখা ।
               লজ্জা তোমার চোখে  
কখনো কথার ফুলঝুরি হয়ে ঝরে পড়ে নাহি মুখে ।


জয় করেছিলে আমার অন্তর মেধা আর  ব্যবহারে  ,
ভালোবাসা তবু  নীরব থেকেছে  যায়নি তো অভিসারে  ।
                তোমার মনের কথা
বুঝি নাহি আমি গোপন হৃদয়ে জমা ছিল কত ব্যথা  ।


বুঝিতে পারিনি দুজনে তখন কি ছিল কপালে শেষে  ,
বিয়ে হয়ে গেল তোমার সঙ্গে ঘরে এলে বধূবেশে ।
                  হৃদয়ের দ্বার খুলি  
দিয়ে ভালোবাসা জীবন ভরালে স্বপ্নের দীপ জ্বালি  ।


সুখ দুঃখের সঙ্গিনী হয়ে হৃদয় করেছ  জয়  ,
রেখেছিলে  প্রেম মনের গভীরে দূর করেছিলে ভয়  ।
                কোথা আজ প্রণয়িনী  ?
সুখ স্বপ্নের দিন ফুরিয়েছে চলে গেছে গরবিনী   ।


চার দেয়ালের  মাঝখানে আজ  ,আমি পড়ে আছি একা ,
পাশে নারী নাহি ,নাহি ভালোবাসা কোনভাবে বেঁচে থাকা
                  দুঃখে তবুও হাসি
কাঁটার উপরে জীবন মেলেছি  , সুধারসে আজো ভাসি  ।


সুখ শান্তির  দিন  শেষ  হলো মনের গোপন কোনে
ভালো আছি কিনা কে আর জানিবে কখনো সঙ্গোপনে ?
                  জীবন এখনো হাসে  
মরণের আলো নিভে যায় আজো জীবনের নিঃশ্বাসে ।


ভালোবাসা মূক ,আনন্দমুখর দিনও হয়েছে শেষ   ,
যা ছিল আমার দূরে চলে গেছে কিছু নাহি অবশেষ ।
                   জীবন তবুও হাসে  
শুঁয়োপোকা জানি প্রজাপতি হবে উড়ে যাবে নীলাকাশে  ।


****************************************