আজ মানুষের মন নেই , বুকের মাঝে
মানবতা ,কোমলতা ,সুকুমার বৃ্ত্তিগুলি  নেই  ,
এখন হাতের কাছে মানুষের কয়েকটি কঙ্কাল পড়ে আছে ।
অথচ শান্তির সময় ছিল ,সময় সহজ ছিল  কত  ,
মানুষের হৃদয়ে  ছিল সুন্দর সত্য আর ভালোবাসার  সুর
জটিল ঘূর্ণাবর্ত মানুষের কাছ থেকে ছিল বহুদূর ।


আজ আর মন নেই ,সুন্দর সত্যেরও মূল্য নেই ,
হৃদয়ে হৃৎপিন্ডে নেই  সুর  ।
এখন ভিড়ের মাঝে রাজনীতি ,স্বার্থচিন্তা ,ধর্ষিতার কান্না
বড় বেশি কপট হৃদয় কথা বলে ।
তাই ভেঙ্গে পড়ে অসীম আকাশও  মানুষের কোলে ,
চিরে ফেলে উজ্জ্বল ছুরিকা যেন যুবতীর প্রাণ   ।


পৃথিবী অসুস্থ আজ ,অসুখের ঘ্রাণে ভাসে হৃদয় শেষের কান্না   ।
আজ আর মন নেই ,মানবতা ,কোমলতা ,সুকুমার বৃ্ত্তিগুলি  নেই  ,
এখন হাতের কাছে মানুষের কয়েকটি কঙ্কাল পড়ে আছে ।


*****************************************