একদিন ঘুম ভেঙ্গেছিল কুয়াশার বুকে
চেয়ে দেখেছি সকাল হাসছে উঠোনে  ,
আকাশ নেমেছে উঠোনের জামগাছে  ।
হঠাৎ দেখেছি আমি সুন্দর ভালোবাসার রূপ  এক ভোরে
কিছু মানুষ চলে গেছে ,কিছু মানুষ অসুস্থ  ভালোবাসার জ্বরে ।
যারা হৃদয় দেয়নি কখনো , নারীকে চায় অস্থিমাংস সম ,
সেইসব  শকুন এখনো বসে আছে চুপ করে  ,
নারী মাংস খাবে  বলে নদীর ওপারে  ।


আমি শুয়ে আছি নিশ্ছিদ্র আঁধারের বুকে চেয়ে  ,
দেখেছি আশ্চর্য প্রেমের রাত নেমেছে  শরীরে  ।
মানুষের স্বপ্ন আলোড়িত হয়েছে বাতাসের  দেহের ভিতরে  ,
আমার বুকের মাঝে ,আমার মনের মাঝে
ভাসছে শুধু অন্ধকার আকাশের চুলের বিনুনি  ,
সে বলে আত্মা নয় কামনার ,মানুষের সুখের ঘরণী  ।
যারা বলে গেছে  তোমাকে চাই না কখনো
দিতে পারি অঘ্রানের রাতে শীতল হৃদয়   ,
তাদের ভলোবাসা মৃত্যু নয় ,দিতে পারে বাঁচার অভয়  ।


আজো জাগে সেইসব অমলিন  মুখ  ,
তারা ভুলে গেছে অস্থিমাংস সম ভালোবাসার ঘ্রাণের অসুখ  ।
আত্মা নয় আকাঙ্ক্ষার ,সত্য শুধু মানুষের ত্যাগের মহিমা  ,
আমি সেই প্রত্যাশায় শুয়ে আছি আঁধারের বুকে   ।
মানুষের ভালোবাসা বলবে যেদিন তোমাকে চাই না কখনো
রক্ত আর অশ্রু দিতে পারি ,খুঁজে পাবে আকাশের অসীম নীলিমা ,


সেদিনই ভালোবাসা মুছে দেবে বুকে তার ঢাকা যত ব্যথার ম্লানিমা   ।


  ************************************************