মানুষ কী  মরে যায় পৃথিবীর  বুক থেকে
              নক্ষত্রের দেশে  ?
মরে  না কখনো  ,চলে যায় ব্যথাতুর  দেহ ছেড়ে রাতে ,
রাত শেষে পুনরায় চলে আসে উজ্জ্বল প্রভাতে  ।
যখন  মাছের চোখ বন্ধ হয়  মৎস্যকন্যার  হাতের  পরশে
তখনই মানুষের  ঘুম পায়  ,অশ্রু মুছে এই নীলাকাশ   ,
তার বুকে মিশে যায় জীবনের কয়েকটি নিঃশ্বাস   ।
বহুকাল ধরে  রক্তে মাংসে ক্লান্তি নামে বিষাদক্লিষ্ট বুকে  ,
         স্বপ্নগুলি ডুবে থাকে ব্যথার অসুখে  ।


স্বপ্ন কবে শেষ হবে কেউই  জানে না
তাই মানুষের চোখে ঘুম নামে   ,
শিশিরের চুমো  খেয়ে ঝরে অবসাদ   ।
একদিন ভোর আসে ,সব  ভোর কখনো হাসে না
কিছু ভোর আকাঙ্ক্ষার বুকে মরে  যায়   ,
কিছুদিন ধরণীর বুক থেকে প্রাণ ছুটি চায়  ।
পড়ে থাকে সুখের আস্বাদ আর কিছু হাড় ,
জমে থাকে দুঃখ  শুধু , মুখ ঢাকে গ্লানির পাহাড়  ।


আসলে মরে না কেউই আত্মাও বিশ্রাম বুঝি চায়  ,
জীবন মরণে হাসে , নিভৃতে কামনা কাঁদে  
            কিছুক্ষণ  তাই সে ঘুমায়  ।


**************************************