মাতৃগর্ভে স্বর্গ মাঝে ছিল শুধু  উলঙ্গ শরীর  ,
ঈ্শ্বরের পাদপদ্মে মন ছিল সুন্দর ছিল সেই রাত ।
মাতৃস্তন্য ছিল বুকে দেহ মন  সুখে ভরপুর ,
সুন্দর  স্বর্গ মাঝে ছিল না স্বার্থের আঘাত  ।


ভূমিষ্ঠ হওয়ার পরে এই পৃথিবী দিল কত রঙিন বাসনা ,
সারাক্ষণ দেহে মনে সেই বাসনা করেছে আমার সর্বনাশ ।
মদির কামনাগুলি মরীচিকার মতো নানাভাবে  করেছে ছলনা ,
জীবনের মাঝে  গ্লানি নিয়ে শুরু হলো সত্যের প্রকৃত বিনাশ  ।


ধরণীর বুকে এসে লোভে পড়ে  ভুলে গেছি জীবনের মানে ,
অর্থ , কীর্তি ,সচ্ছলতা শিখিয়েছে জীবনের অসুন্দর ঘৃণা ।
জীবনের রূপ রঙ  ধূসর হয়েছে ,ডুবে গেছি অদ্ভুত মরণে ,
মোক্ষ মুক্তি দূরে গেছে ,দেহজ কামনা শুধু করেছে তাড়না


যেতে  হবে একদিন তা জেনেও   ঘুমিয়ে রয়েছি ,
বুঝিতে পারিনি কিছু মন  আছে মায়া দিয়ে ঘেরা  ।
হিসেব করেছি শেষে কী পেয়েছি ,মানুষকে হৃদয় দিয়েছি ?
পুনরায় যেতে হবে আসা মানে রিক্ত  হয়ে  ফেরা   ।


****************************************