যখন লোকে বলে তুই ভালোবাসতে জানিস না
            তখন রাগ করি না  ।
আমি পাইনি কখনো পূর্ণিমার চাঁদের চুম্বন
বারংবার সাহারার  তপ্ত বালু করেছে লেহন ,
দেখেছি প্রিয়ার অসময়ে অদ্ভুত মরণ
আমাকে না বলে সেকথা মৃত্যুকে বলা ভালো  ,
সেখানেই জমা যত  প্রেমহীন বেদনার কালো  ।


যখন লোকে বলে তুই অমানুষ
        তখন রাগ করি না  ।
আমি জেনেছি মানুষ হওয়া সহজ কথা নয়
সেখানে মুখব্যাদান করে আছে ভয়  ,
      নেই সেখানে উজ্জ্বল প্রভাত
   শুধু আছে রাত আর বেদনার কশাঘাত  ,
আমাকে না বলে সেকথা রাতের ছায়াকে বলা ভালো
সেখানেই মরে গেছে মনুষ্যত্ব , জীবনের আলো  ।


যখন লোকে বলে তুই মিছে বকবক করিস
       তখন  আমি রাগ করি জেনো   ,
        মিতভাষী আমি যে এখনো   ।


**************************************