নদী তুমি সাগরে না  মিশে
    আমার বেদনায় মিশে  থেমে যাও  ।
তোমার বুকের মাঝে হারিয়েছে সুরভি আমার
যেখানে গিয়েছে মেয়ে কখনো  পাবো না খুঁজে আর  ,
আমার হৃদয় মাঝে জাগে শুধু ব্যথা
তার বেদনার্ত চোখ বলেনি কোন কথা ।


তোমার  রুদ্রকান্তি কখনো দেখেনি সেই মেয়ে  
হাস্যোজ্জ্বল মুখে নেমেছিল জলে  ,
তারপর ঘূর্ণাবর্তে   গিয়েছে হারিয়ে
বেদনার ঢেউ তুলে মরণের কোলে
চলে গেছে সংসারের সব কিছু ভুলে  ।
সুরভির মতো কত মেয়ে নেমেছিল জলে
       তারাও  আসেনি আর কূলে  ,
        মৃত্যুর আঁধারে ডুবে  গেছে  
হৃদয়ের হাহাকার  এই জলে  সন্ধ্যায়  মিশেছে  ।


       নদী তুমি সাগরে না  মিশে
আমার বেদনায় মিশে  থেমে যাও  ।
তোমার দুকূলপ্লাবী রূপে সুরভির কান্না মিশে আছে ,
     পৃথিবীর বুক  ছেড়ে সে চলে গেছে
     মৃত্যুর  ঘ্রাণ পেয়ে হয়েছে  বিলীন ,
এখনো আমার বুকে সেই  মেয়ে  হয়ে আছে  চির অমলিন  ।


*******************************************