যখন সকাল আসে খুলে যায় রাতের দুয়ার ,
নৈঃশব্দ্যের যে নোটিশ টাঙ্গানো ছিল উঠোনের সব গাছে
         তা ছিঁড়ে যায় নিভৃতে কখন  ।
ঊষা আসে হাসি নিয়ে প্রকৃতির সান্নিধ্যে মিশে যায়
তখনই চোখে পড়ে মূকবধির পুরুষ ধরেছে তার অন্ধ প্রেয়সীর হাত  ;
ভিক্ষার ঝুলি হাতে তারা যুগান্তের পথে হেঁটে যায়  ।
      তারা কী সকালের রূপ খোঁজে  ?
তাদের জীবনে সকাল কখনো আসে না
       সুখ তারা স্বপ্নেও দেখে না  ।


যখন সকাল আসে ঝরা বকুলের বুকে
  কারা যেন দীর্ঘশ্বাস ফেলে অবিরাম ,
প্রেতাত্মার নয় ,সেই দুটি নরনারীর শীতল নিঃশ্বাস
তারা ভুলে  গেছে জীবনের বাঁচার আশ্বাস  ।
তাদের জীবনে সকাল কখনো হাসে না
বেঁচে থাকার মানে তারা কিছুই বোঝে না   ।


এখনো সকাল হাসে ,ঘুম থেকে জেগে ওঠে পৃথিবীর সব জীব
তখনো মূকবধির পুরুষ তার অন্ধ প্রেয়সীর হাত ধরে থাকে ,
দুঃখ ও প্রেম তারা বুকে জড়াজড়ি করে
      যুগান্তের পথে হেঁটে  যায়  ................................


একসময় সকালের খোঁজে তারাও  ঘুমায়  ।


********************************************