কোন এক পূর্ণিমার রাতে যুবতী চাঁদের বুকে
তুমি  শুয়েছিলে , এসেছিলে সান্নিধ্যে  গোপনে   ।
কাছে এলে হৃদয়ের কাছে প্রেয়সী আমার ,
   তোমার কান্নার সুরে আজো মনে পড়ে
শীতের গভীর রাতে তুমি ছিলে শয্যার  পাশে  ।
প্রেমের প্রদীপালোক অজান্তে জ্বেলেছ কখন  ,
     তারপর  সেই দীপ নিভেছে যখন  
তুমি বলেছিলে গোপনে গভীরে পূর্ব প্রণয়ের কথা ।


একদিন চলে গেলে দূরে তোমার প্রেমিকের কাছে ,
ভুলে গেলে আমার নীরব প্রেম ,অশ্রু ও সংলাপ ।
      বহুদিন পরে দেহ মন সব মরে গেলে
সান্ত্বনার দীপ জ্বেলে জ্বালা -ময়ী তুমি ফিরে এলে ,
আমার পায়ে মাথা রেখে সঁপেছিলে প্রেমের পরশ  ।


সেই প্রেম অভিশপ্ত ,বেদনায় ভরা কালের নিঃশ্বাস ,
         আর তুমি পাবে কী আমাকে  ?
এতদিন আমি যৌবনকে গলা টিপে মেরেছি
তার অভিশাপে দেহের কোলাহল থেমে গেছে ,
ধীরে ধীরে জীবনের স্থিতিশীল বোধ হয়ে গেছে ক্ষয় ,


আর কী প্রেমের কান্না শুনতে পাবে আমার হৃদয় ?


***************************************