এখন কবিতা পড়লে ধৈর্যের বাঁধ ভাঙ্গে বুকে ব্যথা হয় ,
অনেকক্ষণ ভাবতে থাকি কাব্যের মননে চোখ  ফেলে
শব্দ কিছু চিন্তা কিছু ছন্নছাড়া ভাবের আদল স্পষ্ট  হয়  ।
এখন কাব্যে শুয়ে আছে ধর্ষিতা রাজনীতি আদিম প্রেমিকা
শব্দকোষের শব্দ কিছু অশ্রু মোছে কাব্যের শরীরে ,
এখন কবিতা পড়লেও খুব ব্যথা হয় বুকের ভিতরে   ।


      কিছু কবি স্বর্গে ফিরে কবিগান মনে অানমনে
     পদ্যের লালিত্য নেই গদ্যের কাঠিন্য বুকে ঢাকা ,
কবিতা সুন্দরী কাঁদে কেঁদে মরে আধুনিক যুগের পদতলে


  চোখের জলের রেখা স্তব্ধ যেন  নিদ্রাহীন ধর্ষিতার গালে  ।


********************************************