প্রেম আমাকে ছেড়ে চলে গেছে কবেকার রাতে  
তাকে বিদায় জানিয়ে আমি শুয়ে গেছি নিভৃতে কখন ,
হৃদয়ে কান্নার ঢেউ তোলপাড় করে তোলে  বুক
কতকাল ধরে প্রেম ছিল দিয়েছিল সান্ত্বনার সুখ  ,
এখন জাগছে বুকে বেদনার অতৃপ্ত  অসুখ   ।


মানুষের মাঝে সেই প্রেম ছড়িয়েছিল অমলিন রূপ
এখন সে চিরতরে নিরালায় হয়ে গেছে চুপ   ।
প্রেমকে প্রেমের মতো না দেখে বিদায় দিয়েছি  ,
অভিমানে বেদনার বুক দুহাতে চিরেছি ।


গভীর রাতে তার কোমল শরীরে করেছি নখাঘাত
প্রেমহীন এই মন  বারংবার তাই কেঁদে মরে  ,
হৃদয়ও বন্দী আজ নৈঃশব্দ্যের জ্যান্ত কারাগারে ।
নিরন্তর প্রেমের কান্না গোপন হৃদয়ে আমি
মিলিয়ে যেতে কখনো দেখিনি ,
সত্যি আমি বোকা ................
শুনতে পাইনি বিদায়ের  করুন রাগিনী


অশ্রু মানেই বিসর্জন  বুঝতে  পারিনি  ।


********************************************