মনের আনন্দে লিখে যায় কবি  কবিতা
   কতকাল ধরে মনে থাকে কত ব্যথা ,
   সেইসব ব্যথা শোনায় নিভৃতে কথা
            ফুলের মতোই সব  ,
কুঁড়ি একদিন ফুটে গিয়েছিল ভেসেছিল সৌরভ ।


কবি চায় দিতে হৃদয়ের প্রেম সবটুকু নিঃশেষে
দিয়ে যায় তার অশ্রু ও প্রেম সর্বহারার বেশে  ,
তাই তার চোখ সুদূরে  রয়েছে বেদনার সাথে মিশে
               গোধূলির রঙ মেখে ,
অহেতুক সুখে গান গায় কবি সব দুখ দূরে  রেখে ।


হিসাব কবির মগজে ঢোকে না অলস সুখের ছায়া
যত কাজ তার অকাজের দেহে মিশে থাকে সব মায়া ,
নীরবে কলমে কবিতা ঝরেছে মলিন হয়েছে কায়া
                আনন্দ কবির প্রাণ  ,
কাঁটার উপরে বুক পেতে দিয়ে গেয়ে যায় কবি গান  ।


কবির সুখ তো কবিতার দেহে বেঁচে থাকে চিরদিন
শোকতাপ তার অশ্রুর মতো ঝরে গেছে নিশিদিন ,
ধন মান কবি কিছুই চায় না তাই থেকে যায় ঋণ
                বর্ষার কোন রাতে ,
হৃদয়ের মাঝে সুখ পায় কবি দুঃখের অভিঘাতে  ।


    কবির চিত্তে হাসে  না তো  সুখ অর্থের গৌরবে  ,
জ্বালা বুকে নিয়ে কবি মন ভাবে প্রেম ফুল হবে কবে  ?


**********************************************