******************************************  
       আমার বুকের মাঝে কিছু শব্দ জমে আছে
   প্রেয়সীর শেষ চিঠি ছিঁড়ে ফেলার শব্দ শুনি বুকে ,
এখনো মনের মাঝে দীর্ঘশ্বাসের শব্দ অশ্রুরেখা আঁকে
আজো প্রেমের কান্নার শব্দ শুনতে পাই হৃদয়ের কাছে ।


       এমনি অনেক শব্দ শুনি পড়ন্ত বেলায় অন্যমনে
বাসি ক্যালেন্ডার  ছেঁড়ার শব্দ অশ্রু মোছে স্মৃতির বিথারে ,
যারা চলে যায় তারাও শীতল শ্বাসের শব্দ ফেলে ধীরে ধীরে
     মনের মন্দিরে আজো কত শব্দ শুনি সংগোপনে ।


    মানুষ চায় না যেতে তাই মায়ার শব্দ শুনি ভোরে
       শিশিরের শব্দ শুনি শিশুর কান্নার শব্দে আজ ,
শেষ হবে যেদিন বেলা শব্দগুলি খুলে দেবে সুখের যত সাজ
     ঘুম ভেঙ্গে যাবে রাতে আকাঙ্ক্ষার শব্দের ভিতরে ।


   গোধুলিবেলার শব্দ কান্নার শব্দের মতো শোনা যায়
    আকাশ সরিয়ে আজো খুঁজে ফিরি জীবনের মানে ,
     সব শব্দ এক লহমায় মিলিয়ে যাবে কোনখানে ?
দুঃখের শব্দকিছু বহুকাল ধরে অশ্রু নিয়ে এখনো ঘুমায় ।


কোথায় গিয়ে জীবনের হাসি কান্না স্তব্ধ হয় কোথায় মিশে যায় ?
    আমার মৃত্যুর শব্দ খুঁজে পাবে আকাশের সেই নীলিমায় ।


**********************************************