ক্ষুধার্ত মানুষের বুকে যখন আমার বিন্দু বিন্দু রক্ত ঝরে পড়ে
            ওরা অবাক হয়ে চেয়ে থাকে কিছুক্ষণ ,
              বলে তোর রক্তের রঙ  নীল কেন ?
           লাল রক্ত নীল হতে দেখিনা  কখনো  ।


           আমি বলেছি তাদের রৌদ্রের গন্ধ নিয়ে
             যখন শুয়েছি আমি নিদাঘের কোলে
              সেইদিন থেকে আমার রক্তের রঙ
        নীল দেখে দারিদ্র্যের ঘুম ভেঙ্গেছে সকালে  ।


             আসলে আমি দেখি লাল তোরা নীল
                বহুকাল ক্ষুধার বিষের  জ্বালায়
               তোদের দেহ মন বিষাক্ত আভায়
            মিশে গেছে নীল হয়ে সমুদ্রের জলে ,
তাই তোদের বুকের উপর আমার ঝরে পড়া রক্তবিন্দু
                 নীল হয়ে বিষের কথা বলে  ।


       আমি দেখেছি আজ চাঁদকে বুকের মাঝে রেখে
             হাততালি দেয় এক অনাগত শিশু ,
    সে আমাকে  পৃথিবীর বুক থেকে চলে যেতে বলে
নিজে আসছে হামাগুড়ি দিয়ে মিশে  যেতে ক্ষুধার অনলে  ।
        আমি শীঘ্র চলে যাবো ,সে এসে খুলে দেবে
         ক্ষুধার্ত মানুষের হৃদয়ের গোপন আগল   ,
  সকলে বলবে সেদিন ক্ষুধার নীল রক্ত গায়ে মেখে


                 চলে গেছে অদ্ভুত পাগল    ।


*************************************