কৃষ্ণচূড়া  টগর  পলাশ তোমরা মাটি থেকে উঁচুতে রয়েছ
মাটিতে লালিত হয়ে উঁচুতে উঠে ভুলে গেছ মাটির চুম্বন .
মাটির চুম্বনে ঘাস ফুল ভুঁইচাপা লজ্জাবতী হেসে ওঠে
      মেলে দেয় তাদের হৃদয় মানুষের কাছে ।


মানুষকেও দেখি শুধু পুঁথিগত বিদ্যা নিয়ে শকুনের মতো
  অনেক উঁচুতে উঠে ভুলে যায় কান্না যত জমা থাকে
           মাটির কাছাকাছি মানুষের বুকে  ।
তারা উঁচুতে থেকে অসীম আকাশের মতো পেতে চায়
               যশ অর্থ নামের গৌরব  ।
       আকাশের চাঁদ আর তারাগুলি অনেক
         উঁচুতে থেকে তারা কি সুখ পায় ?
      তারাও হয়তো মটির চুম্বন পেতে চায় ।


  আমার হৃদয়ও চায় শুয়ে যেতে এ মাটির বুকে
         প্রিয়া মোর ঘুমিয়েছে নরম মাটিতে ,
সে হয়তো ভুঁইচাপা হয়ে  মাটির সাথে মিশে আছে
     আমাকেও টেনে নেবে সেখানে একদিন ।


   যারা উঁচুতে থাকে তারা জলাভূমি থেকে দূরে
      আমি নীচে থেকে জলাভূমি ভালোবাসি  ,
ভালোবাসি মাটির কাছাকাছি মানুষের গোপন হৃদয় ।
           উঁচুতে থাকার চেয়ে নীচে থেকে
             মাটির উত্তাপ পাওয়া ভালো
    সেখানেই মরা ভালো যত হোক রক্ত ক্ষরণ  ,
        তবু আমি পেতে চাই মাটির  চুম্বন  ।


**************************************