নিজেকে জানবো যেদিন হয়তো তার আগেই জ্বলে যাবো শ্মশানের বুকে
         সেদিন প্রেমও জ্বলে যাবে বুক ফাটা বেদনায় শোকে
                    তখনো পাখির গান ,
      হয়তো শুনিয়ে যাবে আনন্দের মধুর কলতান  ।


  আমার মনের মাঝে কোটি জন্মের অন্ধকার যত
জানি ছড়িয়ে গেছে ,দিয়ে গেছে কামনা কত শত
                  তখন প্রচ্ছন্ন ক্ষোভ ,
নীলাকাশে মিশে যাবে রাখবে না আর কোন লোভ  ।


নিজেকে জানার নেশা মনো-মাঝে এনেছিল সুন্দরের রূপ
        শত বেদনার মাঝে সেই রূপ হয়েছে বিরূপ
                     ভুলে যাবো ঋণ  ,
      তখন আমার মন হিসাব করবে কি সুদিন দুর্দিন  ?


সৃষ্টির বুকে আমি শুনতে পাবো কি সেই সুরের মূর্ছনা
যার স্পর্শে অন্ধকার খুঁজে পাবে আলোর ঠিকানা  ?
                নিশ্চিত জেনেছি এবার ,
নিজেকে জানবো যেদিন মুছে যাবে দুঃখের কালো অন্ধকার  ।


*************************************************