আমার হাতে আগুন দাও নারী
আমি হাসিমুখে গিলে দেব জ্বলন্ত অঙ্গার ,
   তোমার আগুনে কামনার নির্দয় ক্ষুধা
পুড়ে যাবে ,মিশে যাবে নিশ্ছিদ্র আঁধারে ।
   হৃদয় গভীরে আর জান্তব পিপাসা নেই
যা আছে তোমার আগুনে তা পুড়ে যাবে
     শিশুর মতোই সে নির্জনে লুকবে ।


    এখন বেঁচে আছে এক শিশু
সে নারীকে মা মা মা বলে ডাকে
    জুড়াতে চায় দেহের যন্ত্রণা ,
    জানি এবার শেষ হবে রাত
পুরুষের আস্ফালন থেমে যাবে
   খুলে যাবে মুক্তির প্রভাত ।


একদিন রুদ্ধশ্বাস দেহজ কামনায়
    নিভে গেছে পূজার প্রদীপ
যে আছে তার হাতে আগুন দাও নারী
          পুড়ে হোক ছাই ,
বলবে আকাশ আজ দাম্ভিক পুরুষ বলে
      পৃথিবীর বুকে কেউ নাই ।


    সময় হয়েছে মাগো তুমি কোলে নাও
         ধুয়ে দাও কলঙ্ক আমার ,
    তোমার স্তনাগ্র চূড়ায় মুখ রেখে
    উলঙ্গ শিশুটি হয়ে ঘুমবো এবার ।


**************************************