**********************************
         যে শিশুটি তার বাবা মা কোথায় জানেনা  
সেদিনের ঝোড়ো বর্ষায় সে  ভেবেছে তার মায়ের মুখ
ওর মনে হয়েছে মায়ের হাত যদি কপালে একবার থাকতো ?
        মা যদি  কাজলের টিপ দিয়ে একবার সাজাত ?
তাহলে প্রভাতে পূব দিক রাঙিয়ে যেমন অবাক সূর্য ওঠে
             তেমনি ওর মন রাঙিয়ে সুখ উঠত
                         সুখ ।
               সেদিনের ঝোড়ো বর্ষায়
    শিশুটি  সুখের সূর্য ওঠা দেখতে চেয়েছিল ।


তারপর রাতের স্বপ্নে  মন রাঙিয়ে সুখ এলো ওর কাছে
     কিন্তু  রাত শেষ না হতেই শেষ হল সুখ ।
       এরপর সারাজীবন ধরে শিশুটি কোনদিন
          সুখের সূর্য ওঠা দেখতে চাইবে না
              নির্মানুষ পৃথিবীর বুকে ,
               হয়তো খুঁজে বেড়াবে
                         দুখ  ।


******************************************