(১)  ভালোবাসা


          যখন চাঁদ ডুবে যায়
  চোখের জলের রেখা মুছে হয় ফুল ,
       তখনো নিরন্ন মানুষের কান্না
    বুকে বাজে ,তাদের চোখের ভাষা
আমাকে জাগিয়ে তোলে অনন্ত ঘুমের থেকে
        তারা বলে তুই শুধু চুমু দিবি ,
             দিবি  ভালোবাসা ।
             তবুও আমার ভয়  
যারা ভালোবাসে তারা কি ভেঙ্গে দেবে আমার হৃদয়   ?


             (২) ঘৃণা


            সেদিন জলের ধারা
মিশেছিল অশ্রুর মতো আমার হৃদয়ে ,
রুধিরের রঙ মেখে কিংবা মেখে  স্বেদ
    জেগেছিল হৃদয়ের অব্যক্ত বেদনায় ।
তখন তোমার কোলে শুয়ে যে গান শুনেছি আমি
   তারও সুর মিশে গেছে ব্যথায় ঘৃণায় ।


             (৩)  ভয়


      চার পাশে ছড়িয়ে আছে ভয়
         মানুষের মাঝে শুধু নয় ,
        জীবনের বিষাক্ত ফণায়
সেই স্মৃতি জাপটে আছে শুষ্ক ধরায় ।
তার ধ্বনি আজো শুনি হৃদয়ের মাঝে
            কোথায়  সময় ?
জীবনের প্রতি পলে বিচ্ছুরিত হতে থাকে ভয় ।


                 ( ৪) রমণ


                   দীপ নিভে যায়  
          ক্ষুধায় মলিন হয় পূর্ণিমার চাঁদ  ,
তখনো আকাশ জাগে , পাতিহাঁস উড়ে যায় ভোরে
   আমি ভাবি এরাও কি মিছে ঘুরে রমণের তরে ?
          আকাশের তারাগুলি সন্নত নয়ন মেলে
           মানুষের ওষ্ঠে চুমু খেয়ে শুধায় যখন
তখন মানুষ  কি ভুলে থাকে ক্ষুধাতুর জান্তব রমণ   ?


***************************************