আমি কতকাল ধরে সেই নারীর অপেক্ষায় রয়েছি
              গায়ে যার চন্দনের গন্ধ
          মুখে লেগে আছে স্বর্গীয় সুষমা  ,
         যেন সেই নারী এক দেবী মূর্তি ।
       চোখ দুটি অপার্থিব ভাবে বিভোর
   কখনো দেয়নি ধরা যুবকের কাছে যৌবনের জ্বরে ,
   কামনায় হয়নি বিবশ কোন শিশিরসিক্ত ভোরে ।


          একাকিনী ধ্যানমগ্ন হয়ে আছে
   কবে আসবে ধীর পায়ে আমার শয্যার পাশে  ,
       বলবে এসে কেমন আছো কবি ?
    মনে কী  তোমার সুপ্ত নেই অপ্রাকৃত ছবি ?


           কোনদিন গভীর রাতে এসে
            সেই নারী গায়ে দেবে হাত ,
         বলবে কবি তোমার গা গরম কেন ?
     তুমি তো ভুলেছ কবেই দেহজ কামনা
    ভয় নেই তোমার দেহ স্পর্শ করবে না
            কোন নারী হয়ে বিবসনা ।
  আর দেরি নয় আমার হাত ধরো দেখাবো তোমাকে
       অর্থ নয় সুখ নয় দেহ নয় ,নয় কোন রূপ ,
আরও এক বিস্ময় আমাদের রক্তের ভিতরে হয়ে আছে চুপ ।


*******************************************