যেদিন পৃথিবী থেকে চলে যাবো আমি
     অসংখ্য তারার মালা আমার মৃতদেহে ঝরে যাবে ,
  সেদিন আমার অস্থি মজ্জা থেকে জন্ম নেবে এক কবি
       সে শোনাবে কবিতা কবিরও নয় , কবিতা ঈশ্বরী
       তার স্পর্শে কেটে যাবে বেদনার মূক বিভাবরী  ।


    সে কবিতার হাত থেকে খুলে নেবে ছন্দের তিনটি কাঁকন
                খুলে নেবে উপমার সুন্দর নোলক ,
            শব্দালঙ্কারের হার প্রতীকের পায়ের নূপুর  
  রূপকের আভরণও খুলে নেবে সাধক কবি বসে নিরালায় ,
        সুকবিতা কাঁদছে যেখানে সনেটের সেই রুদ্ধদ্বার
                    ভেঙ্গে দেবে এক লহমায় ,
   সেদিন  কবিতার  হাসি ভেসে যাবে আকাশের সেই নীলিমায় ।
           কোন শক্তিরই লেখনী হবে কবিতা ও সুমধুর গান ,
                কালের গর্ভে সে চিরকাল বেঁচে যাবে
                    রেখে যাবে কবিতার  মান  ।


        আকাশের বুকে চাঁদ সন্নত নয়ন মেলে উঠবে যখন
      সঙ্গমের স্বপ্ন ভুলে পূজারিণী কবিতা আমার এলো-চুলে
                    সাধক কবির বুকে ঘুমবে তখন ।


*******************************************