সুখের পরশ পেতে তুমি যদি চাও ,
  এখনো সময় আছে নিদাঘের দেহে ।
  ভোগের জগত থেকে দূরে সরে যাও,
  বৃথা ঘুরে কাঁদ কেন বাসনার মোহে ?
   সুখ চাই সুখ চাই কেন বল ভবে ,
   ভোগ সুখ সুখ নয় জীবনের মাঝে ।
  বস্তু-বিশ্বে সুখ নেই ত্যাগে সুখ পাবে ,
  মানুষকে ভালোবাসো সকালে ও সাঁঝে ।


    ঠুনকো বাসনা নিয়ে ভোগের চূড়ায় ,
    উঠেছ পাবে না আর সুখের পরশ ।
    এখন কাঁদছ তাই ব্যথায় ঘৃণায় ,
    জীবন হয়েছে দেখি শুধুই নীরস ।
   স্থায়ী সুখ পেতে হলে আগে হও ত্যাগী ,
   কখনো পাবে না সুখ যদি হও ভোগী ।


***************************