কত বেশি প্রেম দিলে প্রেম মরে যায় সাহারায়
     মানুষ জানে না আজো তাই ছুটে মায়ার পিছনে
      ক্লান্তির আভাস শেষে  ম্লান হয় জান্তব নেশায় ।


   হৃদয় যেখানে আছে রূপ ও অরূপ আছে ঘুমিয়ে সেখানে
     নক্ষত্রও ঝরে পড়ে চাঁদও নিষ্প্রভ হয়  জ্বলন্ত উল্কায় ,
     সব প্রেম শেষ হলে হৃদয়ও নীরব হয় কোন খানে ?


       যারা ভালবেসেছিল অনেক অনেক কিছু হারিয়েছে
          নিভৃতে জ্যোৎস্নার শব্দ হৃদয়ে মিলায় যখন
        তখন কান্নার শব্দ ভেসে আসে হৃদয়ের কাছে ।


        মানুষ ভুলেছে কবে প্রেম ও অপ্রেম তাকে ঘিরে
    জীবনের সব আশা যখন ধূসর হয় ক্লান্তি আসে নেমে ,
        প্রেমের কান্নার শব্দ শোনা যায় বুকের ভিতরে ।


        কতটুকু প্রেম দিলে প্রেম থাকে প্রেমের মতন
       মানুষ জানে না আজো তাই দেখি জ্বলন্ত আগুনে
             ঝাঁপ দেয় চড়ুই আর শালিক এখন ।


      প্রেম যদি অশ্রু মুছে অশান্ত হৃদয় যায় কোন খানে ?
        প্রেম ও অপ্রেম আজো চুমু খেয়ে হাঁটছে সেখানে  ।


***************************************