স্বপ্ন আমায় পার করে যদি জনসমুদ্র হতে
           নিয়ে চলে কেউ মদির কামনা ভেঙ্গে ,
           নির্জন দ্বীপে কিংবা বিজন বনে
আমার হৃদয় মিশে যাবে আজ সফেন সলিল স্রোতে ।


     সাধনা তোমার কত বড় আজ তাই ভাবি আমি বসে
              পরীক্ষায় ফেল করেছ বারংবার ,
             ক্ষুধার অনলে জ্বলে গেছ শতবার
    তবুও তোমার স্বপ্নের স্রোত মাধুরীর সাথে মিশে ।


         প্রকৃত মানুষ হয়েছ তুমি  , পেয়েছ মানবতা
                তোমার কাছে কখন গিয়েছি হেরে ,
                রজনী আমার অট্টহাসির ছায়া
       বিবেকের কাছে মরে গেছি আমি ঢেকেছি মনের ব্যথা ।


         শিক্ষা না পেলেও মানুষকে তুমি দিয়েছ ভালোবাসা
                  মানুষের মাঝে রেখেছ হৃদয়টুকু ,
                   রক্তের ধারা ঢেলেছ বারংবার
            তোমার চিত্তগহনে ঘুমায় প্রকৃত প্রেমেরই ভাষা ।


        ভালোবাসা কাঁদে বুকের ভিতরে ক্ষোভে ভরে গেছে মন
          হৃদয় তাইতো গোপনে গভীরে কেঁদে মরে অনুক্ষণ ।


***********************************