আশাবরী তুমি বাজো, একথা বলতে পারিনি কখনো
       স্থবির সময় যেন হামাগুড়ি দিয়ে আজো যায় ,
   প্রাণ কেঁদেছিল নিদ্রাহীন চোখে সেদিনের ধূসর আভায়
       আশাবরী যেন  নারী নয়,তাই বলা হয়নি এখনো ।


         বলতে চেয়েছি তাকে তোমার রাগিণী যেন মন
         তবু সে  বারংবার ঘৃণায়   মুখ ফিরিয়ে নিয়েছে ,
  আশাবরী সব রেখে গেছে ,শুধু আমার সন্তান গর্ভে নিয়ে গেছে
     পথরোধ করে চন্দ্রমল্লিকাও  তার এলো-চুল ছুঁয়েছে তখন ।


      মৃত্যুর ভিতরে মৃত্যু ,কেন আজো জরায়ুর ভিতরে জরায়ু ?
       আশাবরী বোঝেনি সেদিন সকলেরই শেষ হবে আয়ু ।


×××××××××××××××××××××××××××××××