শূন্য পৃথিবী এক মানুষের কিছু শব পড়ে আছে আজ
      অদ্ভুত মায়ার টানে ঘুরে মরে এইখানে কোটি কৃকলাশ ,
      তাদের দেহের মাঝে ঘুমিয়েছে কবেকার যেন দীর্ঘশ্বাস
        প্রেমের মাধুর্য শেষ ,প্রেমহীন মানুষের লুপ্ত সব সাজ ।


         এখন জান্তব ক্ষুধা ছায়া নেই পৃথিবীকে ঘিরে
         মানুষ প্রেমের টানে গড়ে নিতো স্বপ্নের অমরা ,
       শুধু পুনঃ পুনঃ ইন্দ্রিয়ের ব্যবহারে ব্যস্ত যেন তারা
       কোথাও শান্তির ছায়া নেই আজ তটিনীর তীরে ।


         এখানে মানুষ ছিল ,ছিল তাদের সত্যের সাধনা
    তারাও গিয়েছে মরে ধরণীর বুক থেকে কবেকার রাতে,
           আজ শুধু কোটি কোটি কৃকলাশ ঘুরছে প্রভাতে
    এখন সুন্দর নেই ,আছে শুধু কপট হৃদয়ের অশান্ত কামনা ।


     মানুষ শক্তিহীন ,গুটিকয় ইন্দ্রিয়ের ব্যবহারে নিষ্প্রাণ এখন
      তাদের লোভের শিখা জ্বলন্ত উল্কার মতো বিচ্ছুরিত হয় ,
          জীবনের রক্তবিন্দু ভোগ বাসনায় করে তারা ক্ষয়
    প্লাবন এলেও অসীমের আকাঙ্ক্ষায় জাগছে না মানুষ তখন ।


       পৃথিবী শূন্য আজ ,পড়ে আছে মানুষের যেন কিছু শব
       সমুদ্র শুকিয়ে গেছে , মনুষ্য নামক প্রাণী হয়েছে নীরব ।


*************************************