রাত্রির অন্তর্বাস খুলে দেখেছি মৃত্যুর মুখ
              কোটি বছরের অজস্র মৃত্যুর ক্লান্তি
                  সেখানে জড়িয়ে আছে ।
               হয়তো হাতের খুবই কাছে
    তবু বলা হয়নি কখনো কেন সে রাত্রির গর্ভে থাকে ,
    সেখানে রয়েছে ডানা কাটা পায়রার মতো কত নারী
      তাদের ব্যথার ঘ্রাণে মৃত্যুকেও ঢাকে বিভাবরী ।


       জাপটে ধরেছি আমি মৃত্যু ও নারীর কত দেহ
      তাদের ব্যথা নেই , ব্যথা আর হবে না কখনো ।
                        তবুও হৃদয়
       জানতে চায় শেষ হবে কিনা দুঃখের প্রলয় ।
            জানি আমি  যাদের এখানে ব্যথা হয়
          তারা মৃত্যু ও নারীর মতো সর্বংসহা নয় ,
      তাদের বুকের মাঝে ঢাকা থাকে কোটি জনমের
                 আশা আর মায়া সুখময় ।


       রাত্রির অন্তর্বাস খুলে মৃত্যু ও নারীকে জাপটে ধরেছি আমি
                  ব্যথা নেই,তারা ব্যথাতুরা নয় ,
         এখনো তাদের ক্লান্তি দিতে পারে বাঁচার অভয় ।
               শুয়ে আছে শুয়ে আছে তারা রাত্রির গর্ভে
                      অনাদি অনন্তকাল থেকে ,
       ডানা কাটা পায়রার মতো উড়বে না উড়বে না আর


                রাত্রির গর্ভ থেকে উজ্জ্বল আলোকে  ।


*******************************