মরুময় জীবনের বাতায়ন পথে
             পেয়েছে দুঃখের ঘ্রাণ বাতাস কখন ,
          এখন জীবনে শুধু হাহাকার ছড়ায় বেদনা
         বিবর্ণ সুখের দিনে ক্লান্ত হয় সন্ধ্যার গগন ।


                সুখের পায়রা সব উড়ে গেছে
              তারাও পেয়েছে বুঝি দুঃখের ঘ্রাণ
                 জীবনের নিশ্ছিদ্র আঁধারে ;
    একদিন যাদের কোলাহলে মুখরিত হত এ প্রাঙ্গণ
            তারাও লুকিয়েছে গোপনে গভীরে ।


             কত পাখি তবু বসে এই বাতায়নে
       তারাই বুঝেছে জানি বেদনার্ত মানুষের মন ,
           আমি একা ,শুধু রূপসী অঘ্রাণ কাঁদে
            আর কাঁদে জীবনের সুখের মিলন ।


********************************