এখন জীবন খায় না মাটির চুমো
              সবুজ ঘাসে লাগছে না আজ দোলা
               শুকিয়ে গেছে শুকিয়ে গেছে মাটি
      তবুও জীবন হাসছে আজো হাসছে বারোমাস ,
             আসবে বিকেল রোদও যাবে পড়ে
     মরবে না কেউ , মরবে নাতো কালবোশেখির ঝড়ে ।


             এখন জীবন দেখছে চুপটি করে
               ছোট্ট শিশু কাঁদছে ঘরে বসে
               মা তাকে একলা রেখে গেছে
      তবুও জীবন হাঁটছে আজো হাঁটছে বারোমাস ,
         তপ্ত দেহ শীতল হবে রোদও যাবে পড়ে
    মরবে না কেউ , মরবে নাতো কালবোশেখির ঝড়ে ।


             এখন জীবন থমকে যেন গেছে
             এ যেন এক ঝড়েরই পূর্বাভাস
           এখানে মানুষ কীটের মতোই মরে
       তবুও জীবন সুস্থ আজো সুস্থ  বারোমাস ,
       মানুষ আবার মুখর হবে ফিরবে নিজের ঘরে
    মরবে না কেউ , মরবে নাতো কালবোশেখির ঝড়ে ।


              এখন জীবন শুকিয়ে শুধুই গেছে
              এখানে রোদ ষাঁড়ের মতো রেগে
               মারছে শুধুই মারছে যেন গুঁতো
        তবুও জীবন মুখর আজো মুখর বারোমাস ,
             আসবে বিকেল রোদও যাবে পড়ে
    মরবে না কেউ , মরবে নাতো কালবোশেখির ঝড়ে ।


************************************