পৃথিবীও রজঃস্বলা হয় ,নতুনের বীজ অঙ্কুরিত হয় একদিন
        এত কষ্টের ঢেউ মূক হয়ে থাকে তার বুকে
                     জানি না   কখন ,
            তাই বুঝি মেদিনীর উত্তপ্ত শরীরে
           বয়ে যায় বৃষ্টি রূপে রক্তের প্লাবন ।
          হয়তো জানে না কেউ , জানি আমি
                পৃথিবী বলেছে কানে কানে
        যদি মর্ত্যের সব নারী রজঃস্বলা হত একদিনে
     তাহলে রক্ত নয়, অশ্রুকণা বয়ে যেত প্লাবনের মতো
                       গোপনে গভীরে ,
      বেজে উঠত করুন রাগিণী তার বুকের সেতারে ।


     এখনো অগণিত তারা খসে পড়ে  রজঃস্বলা নারীর আঁচলে
         তাই বুঝি আজো নারী থাকতে পারে সব কষ্ট ভুলে ।
      কেন নারী মন পৃথিবীর মতো এত কষ্ট করেছে গোপন
                        কেউ তা জানি না ,
              আজো রজঃস্বলা নারী সব সয়ে থাকে
              ধ্যানমগ্ন হয়ে নতুনের করে সে সাধনা  ।


************************************