আমাকে একা রেখে কেন চলে গেল
    চার বছরের শিশুপুত্র কোলে নিয়ে কেন গেল সুরভি আমার ?
             নক্ষত্রও ঝরেছে যেদিন সেদিনও আমি
              চাঁদের আলোক এনে দিয়েছি বিছানায় ,
             আমাকে একা রেখে হৃদয়ের তার ছিঁড়ে
                        কেন চলে গেল ?


                  আমি তাকে  আঘাত করিনি
                অনেক আঘাত পেয়ে লজ্জিত হয়েছি ,
                       পুরুষ কেঁদেছে লজ্জায় ।
          চাঁদ এসে কেঁদেছিল দেখেছিল পুরুষের করুন বিলাপ ,
           নিজেই আঘাত করে অভিমান বুকে নিয়ে চলে গেল
                       মিশে যেতে অন্য নীলাকাশে ।


                       সন্ধ্যাতারা যেন..................
         সুরভির ঘ্রাণ নিয়ে আমাকে শুধায় সে কেন গেল
         কেন চলে গেল ফেলে রেখে সাজানো সংসার ?
                এমনও হতে পারে আকাশ সরিয়ে
                 সুখ শান্তির মানে খুঁজে না পেয়ে
                 ঘুমোতে চেয়েছে অন্য নীলাকাশে ,


                 বেদনার ঘ্রাণ নিয়ে বুকে অবশেষে ।


**********************************