শেষ ট্রেন চলে গেছে সবুজ সংকেত পেয়ে
         পড়ে আছে তার অধিকার নিয়ে প্ল্যাটফর্ম এখন ,
           সকালের সূর্য হামাগুড়ি দিয়ে উঠেছে কখন
     জানি না আমি ; দেখেছি যারা অনেক ভালবেসেছিল
             সেই মায়েরা আজো পাহাড়ের কোলে
           ধূলিমলিন স্তনগুলি নিয়ে তাকিয়ে রয়েছে ।
          আমার মুখের ভিতরে আমার চোখের ভিতরে
            নিরাবরণ স্তনের বোঁটাগুলি লাগছে এখনো ।


     ভিখারিনী শুধু নয় ,কত মায়ের স্তন দুগ্ধ করেছি আমি পান ,
                  তারাই বলেছে কানে কানে
           তুই পৃথিবীতে রেখে যাবি মায়ের সম্মান ।
                    নিশ্চিত জেনেছি এবার ,
                 স্তন দুগ্ধে শিশুদেরই শুধু নয়
                রয়েছে আজো আমার অধিকার ।


    শোণিতে আমার অগণিত মায়ের স্তন দুগ্ধ ধারা বয়ে যায়
           করুন দৃষ্টি মেলে তারা দাঁড়িয়ে রয়েছে দূরে ,
      বলছে নিভৃতে আমাদের স্তন দুগ্ধে গঠিত দেহ তোর
  মুছে দিবি , মুছে দিবি পৃথিবীর বুক থেকে মায়ের যন্ত্রণা কঠোর ।
          স্তনের বোঁটাগুলি অনেক কষ্ট সয়ে নিষ্প্রভ এখন ,
        চোখে মুখে তাদের এমন পরশ কখনো পায়নি কেউ
        ঝর ঝর করে দুগ্ধ পড়ে তুলেছে আমার রক্তে ঢেউ ।


      বলেছি  তাদের ,আবরণ নেই বলে করো না মা শোক
                 আমি জেগে আছি তাদের কাছে
       উপড়ে নেব পুরুষের কামনায় লোলুপ দুটি চোখ ।
       তোমাদের স্তনাগ্র চূড়ায় এরপর শুয়ে যাবো আমি
                 জীবনের ধূসর গোধূলি-বেলায় ,
                    নিশ্চিত জেনেছি এবার
                 স্তন দুগ্ধে শিশুদেরই শুধু নয় ,
                রয়েছে আজো আমার অধিকার ।


***************************************