এখন আসে না চাঁদ ,"মাঝরাতে একরাশ পাতার পিছনে "
         আজ চাঁদকে কেটে ফালা ফালা করে দেয় উলঙ্গ মানুষ
               মনে হয় শিশুও কবোষ্ণ আজ চাঁদের আভায় ,
                   অন্ধকার পড়ে থাকে, চাঁদ ডুবে যায় ।
                       শিশু আর খেলবে না কোনদিন
                        ঘাস আর ফড়িংয়ের মাঝে ,
                 শিশুও বুঝেছে মা আর স্তন দুগ্ধ দেবে না কখনো
                      তাকে একা রেখে চলে গেছে কাজে ,
               স্তন দুগ্ধ দিলে স্তনের আকৃতি খারাপ হয়ে যাবে
                           সেটাই মায়ের বুকে  বাজে ।


             আজ দেখছি পৃথিবীতে অন্ধ মানুষ অন্ধকার চায়
                   পুরুষ আর নারী শুধু মাংসের গন্ধ পায়,
                      তাই শোকাশ্রু নিয়ে চাঁদ ডুবে যায় ।
       ডুবে যায় চাঁদ  ,কিংবা লেগে থাকে মান্ধাতা প্যাঁচার ডানায়
                  শিশুর চোখের জল কখন সেখানে শুকায় ?
                তারাও মায়ের বুকে কেঁদে কেঁদে নিভৃতে ঘুমায় ,
                    উলঙ্গ যুগের বুকে উলঙ্গ মানুষের বুকে
                           এখন শুধু চাঁদ ডুবে যায় ।


            চাঁদ আর আসবেনা "মাঝরাতে একরাশ পাতার পিছনে
           রক্ত মাংস ধৃষ্য নারী শবাধার ,অন্ধকার থাকবে এখানে ।
    


************************************××××