কৈশোর হাঁটে না আর অর্বাচীন পৃথিবীর বুকে
           মুখ থুবড়ে পড়ে থাকে কখনো বা হামাগুড়ি দেয়
                     ফিসফাস কথার ছলনা মরে যায় ,
                  আমার বুকের মাঝে  তার নিঃশ্বাস ছলকায় ।
               তখন খেলার ছলে ভুল হয়ে গিয়েছে বিবেক
              চাঁদের বুকের মাঝে ঝরেছিল রক্তের ফোয়ারা ,
              তাই বুঝি দুটি স্তন কৈশোরের জ্যান্ত মুঠোয়
                হেসেছিল ,কিংবা কেঁদেছিল পিষ্ট হয়ে
                             মাতাল  হৃদয়ে ।


                   এখন সেদিন যেন স্বপ্ন মনে হয় ,
                 কে যেন সেদিন মৃত্যুর পাশে বসেছিল
             আমি একা আগুনের আঁচে জ্যোৎস্নার যোনিতে
                              মরে গেছি ।
                         আজ জানি মৃত্যু কাছে
         সেদিন মৃত্যু কেন ভয় পেয়ে কেঁদেছিল কিছুই বুঝি না ।


                 তখন ভেবেছি আমি সকলেই মরে যাবে
                 আমি থেকে যাবো পৃথিবীর স্তনের ভিতরে
                                 ঘাস হয়ে ।


***********************************