সুন্দর গোলাপ আর ফুলের মালা আমার জন্য নয়
           সুন্দরী নারীর ভালোবাসা আমার জন্য নয় ,
           তেপান্তরের মাঠ থেকে কুড়িয়ে নিয়ে আসা
             অনেক অনেক সুখ আমার জন্য নয় ।
         এরা  মুখোশ পরে  বড় বেশি মিথ্যা বলেছিল
             ছলনা করে আমাকে অমানুষ করেছিল ।
     তাই দারিদ্র্যের গন্ধ নিয়ে আত্মহত্যা করেছি  আমি
                  কোটি কোটি বছর আগে ,
                  কোন এক দুর্যোগের রাতে ।


        আমি চাই গভীর দুঃখের স্বাদ,কাঁটার মালিকা
             আগুনের ফুলকি হবে আমার ললাটিকা ।
           চাই আমি সহস্র মানুষের অশ্রুর গরল
                দারিদ্র্য ও অশ্রু মিথ্যা বলে না  
               করে দিতে পারে মানুষ সরল ।


    পড়েছি আমি কোটি জনমের ক্ষুধার্ত মানুষের গোপন হৃদয়
            অনুবাদ করেছি তাদের চোখের জলের ভাষা ,
                দিয়েছে তারা কর্দমাক্ত শীতল চুম্বন
      আমিও নিয়েছি বুকে তাহাদের সবুজ ঘাসের মতো মন ।
              ক্ষুধার্ত মানুষ যারা আমার চারপাশে ঘুরে
      তারাই আমার মুখে মাটির তলের মদ তুলে দিতে পারে ।


        এদের জন্যই আত্মহত্যা করেছি কোটি কোটি বছর আগে
                        কোন এক দুর্যোগের রাতে ।
       আমি চাই কাঁটার মালা আর সহস্র মানুষের অশ্রুর গরল
                  এরাই করে দিতে পারে মানুষ সরল ।


*************************************