**********************************
              চারপাশে  এখনো দেখি সুন্দরের লীলা
            কে বলেছে কুশ্রীতায় ঢেকেছে পূর্ণিমার চাঁদ ?
             কে বলেছে মনুষ্য নামক প্রাণী অন্ধ হয়েছে ?
          এখনো পৃথিবীর বুক ভরে আছে অপরূপ রূপে
             শুধু মানুষের দেখার হারিয়ে গেছে চোখ ।
                মানুষ করবে যেদিন সুন্দরের ধ্যান
     সেদিন দেহ মন কেঁপে গিয়ে মুছে যাবে সব অভিমান ।


                        সুন্দর হয়নি জটিল
         আসলে মানুষের মন অহংকারে হয়েছে কুটিল ।
              অসুস্থ চিন্তায় ডুবে গেছে মানুষের মন
                  সুন্দরের লীলা তাই  দুটি চোখে
                    আঁকে না প্রেমের অঞ্জন ।
        উপনিষদের ঋষিরা দেখেছিল পৃথিবীর সবই সুন্দর
                       অহংকার ঘুচবে যেদিন ,
              মানুষও সেই মন্ত্র উচ্চারণ করবে সেদিন ।
                     দুটি চোখ  জলে ভরে যাবে
                      ধরা দেবে সুন্দর নীরবে ।


          এখনো সুন্দর হাসে থাকলেও দুঃখের হাহাকার
                    নিষ্কলুষ হয়ে গেলে মানুষের মন
                  ধীর পায়ে এসে যাবে সুন্দর আবার ।
         পৃথিবীর বুকে এই প্রশ্ন অনুরণন তোলে বার বার
               মনে আর সুন্দরের হবে কি অভিসার ?


*********************************