--------------------------******-----------------------            
           পৃথিবীর বুক থেকে নারী ও পুরুষ কমে  গেছে
               মৃতপ্রায় তাহাদের প্রেম ,এখন শোনা যায়
       সেই নামের কিম্ভূতকিমাকার দুটি প্রাণীর মিছে কোলাহল  ,
      মদের মতোই পান করে তারা গুটিকয় ইন্দ্রিয়ের শুধু হলাহল ।
          কোথায় পুরুষসিংহ শোনা যেত যাদের গর্জন ?
           তারা রমণীর পাশে শুয়ে করত না সহজে রমণ ।
                      তপস্যায় থাকত নিশ্চল
           জ্বালাময়ী নারী সঁপে দিত প্রেমের প্রদীপ
                    থাকত না তাতে কোন ছল ।
         পুরুষ নির্বীর্য আজ , পড়ে আছে তাহাদের লাশ
           রমণের লোলুপ জিহ্বা দেহ মন  করেছে লেহন
                  শোনা যায় দুর্বলের শুধু দীর্ঘশ্বাস ।


            কমে  গেছে  নারী,নারী মন মরে গেছে কবেকার রাতে
              জ্বলে গেছে প্রেম , পরকীয়া প্রেমের আঘাতে ।
                         নারী নয় কর্তব্য নিপুণা
                হতে পারেনি তারা সেবাপরায়ণা ।
                 তাদের হৃদয়ে নেই স্নেহ ও মমতা
                হতে পারেনি তারা মমতাময়ী মাতা ।
   শিশুও স্তন দুগ্ধ থেকে বঞ্চিত হয়েছে ,নিভে গেছে স্নেহের প্রদীপ
       তার কপালে সাজাতে  পারেনি মাতা দিয়ে কাজলের টিপ ।
            মুছে গেছে প্রেম আজ ,আছে শুধু শরীরের মায়া
        কামনার কশাঘাতে জর্জরিত হয়ে গেছে সতীত্বের কায়া ।


        নারী পারেনি হতে স্নেহময়ী মাতা কিংবা পুরুষের মিতা
                    অসংখ্য লাশের পাশে ঘুমিয়েছে
               দাউ দাউ করে জ্বলে গেছে মমতার চিতা ।


***************************************