*********--------****************
                 মা আমাকে দেখিয়েছিল
       আকাশ কিভাবে নামে কচি ধানের ডগায়
     কচি ঘাসের বুকে কখন বাতাস খেলে যায় ।
           দেখিয়েছিল কিভাবে পিঠের গন্ধে
         লেগে থাকে পাড়াগাঁর মেয়েদের রূপ ,
        পালংশাকের মতো তাহাদের কচি মুখে
              শ্যামলিমা হয়ে থাকে চুপ ।


                  মা আমাকে দেখিয়েছিল
         কিভাবে শাঁখের শব্দে সন্ধ্যা হাসে রোজ ,
    সেদিন সন্ধ্যার বুকে পাইনি আমি বেদনার খোঁজ ।
       দেখিয়েছিল পাড়াগাঁর মেয়েদের ঘ্রাণ পেয়ে
           মাছগুলি জল থেকে উঠেছে ডাঙ্গায় ,
     তখনো নামেনি রোদ ধীর পায়ে ঘাসের  আগায় ।


                       মা কেন দেখিয়েছিল
         হামাগুড়ি দিয়ে কাঁদছে নারী  হয়ে বিবসনা ?
        এখনো আমার বুকে পূর্ণিমার চাঁদ কেঁদে যায়
               অশ্রুসিক্ত হয় সেই প্রসব বেদনা ।
           নারীকে মায়ের মতোই পূজা আমি করি ,
         জেনেছি পৃথিবীর সবচেয়ে অসহ্য বেদনা
                হাসিমুখে সয়ে থাকে  নারী ।


**********************************