( চীনের হোয়াংহো নদী এশিয়ার তৃতীয় বৃহত্তম নদী ।এর
দৈর্ঘ্য ৫,৪৬৪ কি.মি । এর জল পীত রঙের। প্রতি বছর এই নদীতে
বন্যা আসার ফলে চীনের অনেক ধন জীবন নষ্ট হয়ে যায় ।
সেজন্য এই নদীকে চীনের দুঃখ বলা হয় । )
**************************************
আমার হৃদয় প্রেম কখন তলিয়ে গেছে চীনের দুঃখ হোয়াং হোর জলে
        ফিরে পাবো সেই  প্রেম , পাবো কি হৃদয় ?
                      নেই তো  সময়  ;
         শত বেদনার অভিঘাত কেঁদে মরে পীত নদী তীরে
             প্রতিহিংসা দুঃখ যত আছে তার নীরে ।


                  আরও যদি সময় ফিরে পাই ,
       মানুষকে ভালোবেসে নিয়ে যাবো সেই নদী তীরে
                    দেখাবো আমার বুক চিরে ।
      দেখবে সকলে সেখানে মালিন্য নেই ,গর্ভবতী নারীর মতোই
               ভালোবাসা ফুলে ফেঁপে আছে তার কূলে ,
                দুঃখ সব শুয়ে আছে হোয়াং হোর জলে
                দ্বৈপায়ন হ্রদ থেকে দুর্যোধনের মতো
                   আনবে না তাদের আর তুলে ।


         জানি আমি সময় পেরিয়ে গেছে কবেকার রাতে
                বুভুক্ষু আর লাঞ্ছিতের বেদনার সাথে
                        ডুবে গেছে সেই প্রেম ।
          তবু মনে হয় যদি ফিরে পাই আমার যৌবন
                 ফিরে পাই আমার সেই নিষ্কলুষ মন
               ভাসাবো প্রেমের দীপ হোয়াং হোর জলে ,
               বুকভরা ভালোবাসা দেব আজ ঢেলে ।


               ভারতের বেদনার্ত নারীদের দেখাবো এনে
                 হোয়াং হোর তীর থেকে স্বচ্ছ মুকুর,
                দেখবে তারা পাশ্চাত্যের নারী মুখ নয়
               সীতা সাবিত্রী দময়ন্তী দ্রৌপদী এখনো
   বেদনার বুকে হাসিমুখে  শুয়ে আছে , খুলে দিয়ে তাদের চিকুর


**************************************** ।