**************************************
                   যারা জানে না বিদ্যা বিনয়ী করে
              তারাই এখন বিদ্যার গর্বে মাথা তুলে বেশি ,
                অহংকারের মায়াজালে বদ্ধ আছে মন
                 নিঃশব্দে হয়েছে কখন প্রজ্ঞার মরণ ।
         বিদ্যার গর্ব নিয়ে মানুষ বসে আছে পাহাড় চূড়ায়
        সেখানে জমে না জল , দেখিনা সবুজ নরম ঘাস ।
   তারা জানেনা বিদ্যার স্পর্শে মানুষ হয়ে যায় জলাভূমির মতন
         চারপাশে শুনি আজ সেই সব মানুষের বৃথা আস্ফালন ।


           যারা জানে না ক্ষুধার্ত মানুষ কত কষ্ট পায়
          তারাই ক্ষুধার্তের ছবি তুলে খ্যাতি লাভ করে ,
             মনুষ্যত্ব নীরবে মাটিতে মাথা কুটে মরে ।
          তারা বোঝে না কখনো বুভুক্ষুর জীবন যন্ত্রণা
           বেদনার কশাঘাতে যাদের মরে গেছে প্রেম
             শেষ হয়ে গেছে জীবনের রঙিন বাসনা ।
    ভুক্তভোগী যারা তারাই একাত্ম হয় ক্ষুধার্ত মানুষের সাথে
   সেখানে জীবন হাসে , প্রেমের আলোক আসে উজ্জ্বল প্রভাতে ।


                যারা জানে না ভালোবাসা কাকে বলে
      তারা আজ ভালোবাসার বেসাতি করে সকাল সন্ধ্যায় ।
         ভালোবাসা ভালোবাসা বলে যারা কোলাহল করে
        তারা জানে না সেখানে ত্যাগ রক্ত অশ্রু শুধু ঝরে ।
               ভালোবাসা নীরবে এখন করছে ক্রন্দন
             ভালোবাসার ধ্বজাধারী সহস্র শকুন বসে
             তটিনীর তীরে নারী মাংস করছে ভক্ষণ ।


              তাই মনে হয় পৃথিবীর আসন্ন সন্ধ্যায়
         এই প্রস্তর যুগে শুধু পাথরের প্রেম কেনা যায় ।


************************************