*************************************
         অনেক দুঃখের বুকে শুয়ে অনেক মৃত্যুর বুকে শুয়ে
          চলে যাবে গণিকারা পৃথিবী থেকে যেদিন সন্ধ্যায় ,
         সেদিন তাদের দেহ ভোগ করে যারা সুখ পেয়েছিল
            জ্বলবে কি তাদের শবের সাথে জ্বলন্ত চিতায় ?
        পৃথিবীর বুকে অমানুষ কখনো কি কান্নার শব্দ শুনে
                         চোখের জল ফেলে ?
          নিশ্ছিদ্র অতল আঁধারে বার বার দেহ ভোগ করে
                তাদের বেশ্যা নাম দিয়ে গেছে চলে ।


          অনেক দুঃখের বুকে শুয়ে অনেক মৃত্যুর বুকে শুয়ে
                গণিকাদের দেহগুলি খসে খসে পড়ে যাবে
                         কোন এক বিষণ্ণ সন্ধ্যায় ,
                  তখন যে সব শকুন সব খেয়েছিল
               কাঁদবে না তারা গোধূলির ধূসর আভায় ।
     আমি বড় আহাম্মক তাই তাদের নিষ্পেষিত দেহের কথা ভেবে
                       পৃথিবী থেকে কেঁদে যাবো  ।


              অনেক দুঃখের বুকে শুয়ে অনেক মৃত্যুর বুকে শুয়ে
                      তাদেরও নিষ্কলুষ মন খুঁজে পাবো ।


*********************************************************************