**************************************
       যদি এমন কোনদিন আসে , পৃথিবীতে কোন কবি নেই
                  কবি সব মরে গেছে বৈশাখের ঝড়ে
                কেউ আর লিখে নাতো একটি কবিতা ,
           কে তখন এই সব যামিনীর রূপ দেখে লিখে যাবে ?
           কে দেখবে এত রূপে হাসে রামধনু ,সুন্দর সবিতা ?
      সেদিন কবি-শূন্য পৃথিবীতে দেখা যাবে মনের মরণের ঢেউ ,
              মানুষ তখন অন্ধের মতো দিশাহারা হয়ে যাবে
                      জানবে না পৃথিবীর কেউ ।


         কবি সব আছে তাই কথা বলে এই দিবাকর
       তারাই মানুষকে চেনায় ফুল ফল পাখি নদী ঘাস ,
           তাদের কলমের ছোঁয়া লেগে হাসে নিশাকর ।
      কবি আছে তাই আজো মানুষের প্রাণ খুশিতে ভরপুর
       ভুলে যায় সব শোক ,হৃদয়-বীণায় ওঠে সুমধুর সুর ;
                 খুলে যায় আনন্দের রুদ্ধ দুয়ার ।


           কবি-শূন্য পৃথিবী যদি হয়ে যায় কোনদিন
           দেখবে সকলে কোটি কোটি মানুষের শব ,
          শেয়াল শকুন শুধু এইখানে করে কলরব ।


*************************************