**************************************
       আমি ভালোবাসা চাইব কেন নারী ? মুখে  আগুন দাও
        ছোট থেকে ভালোবাসা না পেয়ে আগুন খেয়েছি আমি ,
    ঘৃণা ,কলঙ্ক আর অভিশাপের আগুনে পুড়ে গেছি কতবার ;
        পৃথিবীর সব পুরুষের প্রতিনিধি হয়ে এসেছি এবার ।
      তার মনে থাকে কি ভালোবাসা , যে শুধু আগুন খায় ?
                  যেখানে সুন্দর প্রেম ম্লান হয়ে যায়
          নারীর সেই কপট ছলনাগুলি ভিক্ষা করে নেব ,
              তারপরে আগুনের আঁচে মরে যাবো ।
     তবু মুছে দেব নারী দেহের ঘৃণা আর কলঙ্কের দাগ
      নারীও  দেখে নেবে আগুনের আঁচে কত অনুরাগ ।


        পুরুষের প্রতিনিধি হয়ে নিয়েছি সেই গুরুভার
        দেখাবো নারীকে এমন এক মৌন পারাবার
          যেখানে ডুবে যায় দেহ ও মনের কালিমা ,
         শুধু ডুবে না কখনো নারীত্বের উজ্জ্বল গরিমা ।
       ভালোবাসা চাইব কেন নারী ?মুখে আগুন দাও
               আমি চাই তোমাদের সহস্র বেদনা ,
                 যেখানে ম্লান হয় মনের করুণা
      পুরুষের প্রতিনিধি হয়ে সেইসব ভিক্ষা করে নেব ,
            তারপরে আগুনের আঁচে মরে যাবো ।


          পৃথিবীতে কোন নারী উচ্চারণ করবে না আর ,
          " কলঙ্কের বুক থেকে পুরুষ করেনি উদ্ধার
       আমাদের স্তনাগ্র চূড়ায় আজো আছে কলঙ্কের ভার ।"


**************************************************