*************************************
          যেদিন অর্থ ঢেকে রেখেছিল আত্মাকে নিশিদিন
          হৃদয় কমল ফোটেনি সেদিন করিনি হৃদয় জয় ,
          শুধু মনে ছিল অহংকারের জ্বালাময়ী কিছু ভয় ।
        আজ বেশি নেই অর্থ আমার ,শেষ হয়ে গেছে ঋণ ,
                  চলে গেছে কবে অন্ধকারের দিন ।


        হৃদয় কমল ফুটেছে বলেই দিতে পারি ভালোবাসা
     অনেক ভিখারি কাছে এসে বলে ,"বেঁচে থাকো তুমি ভাই ,
          তোমার হৃদয় কমলের আজ সৌরভ শুধু চাই ।"
      এখন নিমেষে মানুষের মনে জাগাতে পারি তো আশা ,
                      অমৃতের শুধু তৃষা ।


         কমলা সারদা দুই দেবী আছে হৃদয়ের মাঝে বসে
          ঝগড়া তারা কখনো করেনি কোনদিন অবসরে ,
       বলে ,"কবি তুমি সুখে গান করো শুধু এই চরাচরে ।
       আমরা রয়েছি ভয় কেন করো পৃথিবীর বুকে এসে ?
                        দুঃস্বপ্নের শেষে ?"


        মানুষ ঘুরছে মায়ার জগতে ,হিংসা হৃদয় মাঝে
        বলেছি তাদের বৃথাই ঘুরছ পৃথিবীর বুকে আজ ,
     অর্থের লোভে ঘুরে মরো কেন , নয়তো সেটাই কাজ ।
       হৃদয়ে আমার রয়েছে সারদা ,হৃদয় কমল ফুটেছে ,
                       মানুষ আপন হয়েছে ।


**************************************