**************************************
              যদি এমন কোনদিন আসে পৃথিবীতে
       বাজিকর তন্দ্রাভিভূত , পুতুলের নাচ থেমে গেছে ,
            হাসি কান্না কলরোলে আঁধার এসেছে
               তাহলে সৃষ্টি ধ্বংস হবে নাকি ?
                 পুতুল ছাড়া আমরা কিছু নই
       দক্ষ বাজিকরের অঙ্গুলি হেলনে নাচে  সব প্রাণী ,
           সেই বাজিকর ক্লান্তির বুকে তন্দ্রাচ্ছন্ন হলে
    কে দেখাবে পৃথিবীর এইসব-হাসি কান্না নাচ আর গান ?
    বিজ্ঞানীর অহংকার চূর্ণ হবে , সব প্রাণী হবে তো নিষ্প্রাণ ।


                  বাজিকর ঘুমতে পারে নাকি ?
             সকলেই বলবে তা কখনো সম্ভব নয় ,
                কিন্তু হতে কি পারে না কোনদিন ?
   কোনদিন এমনও হতে পারে পশ্চিম আকাশে মেঘ থমকে গেছে
              সেদিন বুঝে নিতে হবে ঝড়ের পূর্বাভাস ,
নিজের সৃষ্টির বুকে অধর্ম ও অনাচার দেখে বাজিকর ঘুমিয়ে   পড়েছে
           করে দিতে সব পুতুল আর সৃষ্টিকে বিনাশ ।


*************************************