**************************************
             বড় অসময়ে চলে গেলে প্রতিভা আমার
               দিয়ে গেলে সংসারের সব ভার বুকে ,
              পৃথিবীতে দেখলে না  পূর্ণিমার রাতে
                কেমন একাকী চাঁদ হাসে সুখে ।
        নক্ষত্রও ঝরে পড়ে বেদনার স্পর্শ নিয়ে এ বুকের মাঝে ,
                  নিভৃতে একাকী ফেলেছি চোখের জল
                 তার স্পর্শ অমরার বুকে পেয়েছ কখনো ?
               পুরুষ কাঁদছে দেখে চাঁদ ডুবে অশ্রু ধারায়
                   এখন হাসি কান্নাও ভুলে ভরে যায় ,
        তুচ্ছ আসবাবপত্র বাস্তুভিটা ভুলের আঘাতে পায়  শোক
         নিদাঘের বুকে মরে যায় আশা আর সুখের আলোক ।


           অনেক ভুলের দেহেও তোমাকে ভুলিনি আমি
               ঘুমিয়েছ তুমি অসময়ে অঘ্রাণের রাতে ,
           দিয়েছ অনেক ভার ,অনেক কেঁদেছি আমি
                  এখন আর তাইতো কাঁদি না ,
     তুমি ডাকছ জেনেও সব ভুলে অসময়ে ঘুমতে পারি না  ।


**************************************************