************************************
       মানুষ মৃত্যুর আগে কতবার মরে যায় জানে না  কখনো
              নিজেদের মুখ আয়না ভেঙ্গে দেখে গেছে যারা
                   রিরংসার বুকে মরে নাতো তারা ।
          তারা শুনতে পায় পিঁপড়ের পায়ের শব্দ নিভৃতে যখন
         রৌদ্রের ঘ্রাণ নিয়ে ছিঁড়ে ফেলে মুখোশের বিকৃত বদন ।
        যারা জেনে গেছে মৃত্যুর আগে বিবেক মরেছে কতবার
                অহমিকা ধীর পায়ে এসে ঢেকেছে হৃদয় ,
              তারা খুলে ফেলে জীবনের কৃত্রিম আবরণ
      তারপরে খুঁজে পায় জীবনের মানে আকাঙ্ক্ষার অদ্ভুত মরণ ।


        মানুষ জানে না আজো মৃত্যুর আগে কতবার  মরে গেছে
           তাই লোভ হিংসা অহংকার সহজেই হৃদয় ঢেকেছে
      কুয়াশার বুকে ;জানে না তারা বস্তু বিশ্ব আকাঙ্ক্ষা জাগায় শুধু
               করে দেয় দিশাহারা পথভ্রষ্ট পথিকের মতো
            পৃথিবীতে হাহাকার শোনা যায় তাইতো সতত ।


          মানুষ মৃত্যুর আগে কতবার মৃত্যুর বুকে শুয়ে গেছে
    জেনে নিত যদি চিনে নিত নির্জনে  নিজেদের হৃদয় তাহারা
কেটে যেত অন্ধকার খুঁজে পেত জীবনের নিষ্কলুষ নির্বাক চেহারা ।


*************************************