*************************************
ভোগলিপ্সা লোভ হিংসা নিয়ে , মিডিয়ার কল্যাণে খ্যাতির চূড়ায়
         বড় ঊর্ধ্বে শুয়ে আছো আজকের নির্বীর্য পুরুষ ,
       তোমরা কি দেখেছ  অথৈ  জল  মাটিতে জমা হয়ে
              শুকিয়েছে কতকাল পৃথিবীর দেহে ?
            শুকনো লতার মতো গ্রীষ্মের দাবদাহে ?
             কখনো পাওনি খুঁজে জীবনের মানে
              হৃদয় আঁধারে আছে নীরবে এখানে ।


         শিশু আজ পড়ার চাপে হারিয়েছে নিভৃতে শৈশব
        তাদের মুখের হাসি মিশে গেছে নিদাঘের দেহে ,
              স্থবির হয়েছে  শিশু, হয়েছে নীরব ।
                তারা এখন ভুলে গেছে খেলা ,
      দেখে শুধু বইয়ের কালো কালো অক্ষরের শৃঙ্খলে
              বন্দী আছে শৈশব  ,হৃদয়ে আঁধার  এসেছে একেলা ।
       শত শত বাঘ যেন তাদের মনে মেলে আছে থাবা
         শিশুর অশ্রুর স্পর্শে ম্লান হয় পূর্ণিমার শোভা ।


            নারী আজ পাশ্চাত্যের নারীর আদর্শে লুব্ধ হয়ে
     ভোগলিপ্সা জড়বাদে পথভ্রষ্ট , সময়ের বুকে তারা দিশাহারা,
            ভুলে গেছে ভারতের মহীয়সী নারীদের ত্যাগ
           পাশ্চাত্যের নারীর আদর্শে তারা আজ স্বয়ম্বরা  ;
           নীরবে অশ্রু মুছে তাই  সতীত্বের অম্লান চেহারা ।
         মাতৃত্ব আঁধারে আজ , হৃদয়ের আঁধারে শুয়ে আছে নারী
   নারী জন্ম দীপশিখা নয় ,তাদের কাছে প্রগতির সে যেন বারুদ ,
          ভুলে গেছে  তারা স্তনের বোঁটা থেকে সন্তানের মুখে
                   কেমন ফোঁটা ফোঁটা ঝরে পড়ে দুধ ।


**************************************