************************************
                       তুমি হবে আমার ?
         বলেছিল সুরভি আমাকে খুলে দিয়ে হৃদয়ের দ্বার ।
     সেদিন ছিলাম আমি আগুনের আঁচে দারিদ্র্যের বুকে শুয়ে
       সেই মেয়ের ভালোবাসা ফিরে গেছে আমার মন ছুঁয়ে ,
  ফিরিয়ে দিয়েছি তাকে , রাতের আঁধারে প্রেম পড়েছে ঘুমিয়ে ;
   এখনো গোধূলির বুকে সুরভির হৃদয়ের দাবি করে হাহাকার ।


                  মণি-কাকা মাঠে ডেকেছিল ,
    কার্তিকের মাসে আমাকে মাঠের ধান দেখাতে চেয়েছিল ।
    তখন পড়াশুনা করে গেছি দূরে ,রাখিনি কাকার সেই দাবি
    তার হৃদয় দেখাতে  চেয়েছিল মাঠের বুকে ফসলের ছবি ,
   সেখানে হৃদয় হাসে ,সকালে  ধানের ডগায় হাসে শুধু রবি ;
  মণি-কাকা দেখাতে পারেনি ,কেমন ধানের বুকে দুধ ফলেছিল ।


                  কবিতা চেয়েছিল সরোজিনী ,
    বলেছিল কবিতা শুনিয়ে যেও , হৃদয়ের দাবি রাখতে পারিনি ।
      অথচ কবিতার বুকে কতদিন মরে গেছি  কতভাবে রোজ
       কখনো পাইনি আমি কবিতার বুকে তার হৃদয়ের খোঁজ ,
    এসেছিল  হৃদয়ে আমার কবিতার শুভদিন আনন্দের ভোজ ;
শুধু সরোজিনী শোনেনি কবিতা ,তার হৃদয়ের দাবি সেদিন রাখিনি ।
                   প্রতিভা আমার জীবনসঙ্গিনী ,
সুখে দুখে ছিল সাথে ,অর্থকষ্ট পেয়ে সেই নারী কখনো ভাঙেনি ।
  আবদার করে বলেছিল ,’একটা শো কেস কিনে দিতে হবে
  কত টাকা খরচ হয়ে যায় ,আমার এই দাবি নিশ্চয় পুরবে । ‘
বলছিলাম তাকে , ‘ এত তাড়াতাড়ি কেন ? শো কেস নিশ্চয় পাবে
  অসময়ে চলে গেল জীবনসঙ্গিনী  ,হৃদয়ের দাবি নিয়ে আর সে আসেনি ।


*********************************