***************************************        
       শুধু বুদ্ধি দিয়ে মানুষ জীবনের শেষ সত্য জানতে পারে না ,
           জানি আমি , বুদ্ধির ধার একসময় ভোঁতা হয়ে যায়
          জীবন সায়াহ্নে এসে বুদ্ধি ও বিবেক সব লোপ পায়
     তখন মানুষের মনে হয় বুদ্ধিতে অতৃপ্তি ছাড়া কিছুই মিলে না ।


      যাকিছু মানুষ পায় বুদ্ধি দিয়ে জীবনের মাঝে এই পৃথিবীতে,
        সব মিথ্যা মনে হয় , আলেয়ার ঢেউয়ে ভেসে যায় দিন
    মানুষ বুঝতে পারে অজানা থেকে গেছে জীবনের আলোক রঙিন
         সেদিন পার্থিব কামনাগুলি মিশে যায় কোন এক রাতে ।


       যে দীপ জ্বালাতে চাই বুদ্ধির সলতে দিয়ে সে দীপ জ্বলে না ,
         অজস্র আকাঙ্ক্ষার ঢেউ জীবনে আনে শুধু ঘাত প্রতিঘাত
           জীবনের মাঝে ক্ষণে ক্ষণে ধীর পায়ে আসে দেখি রাত
  অসীমের আকাঙ্ক্ষা আর অমৃতের তৃষা বুদ্ধি দিয়ে কখনো মেটে না ।


       শুধু বুদ্ধি দিয়ে কিছুই চাই না আর জীবনের গোধূলি-বেলায়,
         চালাক নয় , বোকার মতো হয়ে মানুষকে ভালোবাসি যদি
               জীবন সায়াহ্নে নিশ্চয় পেয়ে যাবো শান্তি নিরবধি
       তখন বুদ্ধি আর স্বার্থের সঞ্চয় ম্লান হবে জ্ঞানের প্রদীপ্ত শিখায় ।


**************************************